ডার্ক মোড
Sunday, 11 May 2025
ePaper   
Logo
ফ্লোরিডা স্টেট আওামী লীগের প্রতিবাদ সভা

ফ্লোরিডা স্টেট আওামী লীগের প্রতিবাদ সভা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং হত্যাযজ্ঞের প্রতিবাদে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মুজীব উদ্দীন।

সভায় প্রধান আলোচক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, বাংলাদেশ যখন বিশ্বের কাছে রোল মডেল। দেশ যখন উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সে সময় আন্দোলনের নামে এ রকম নাশকতামূলক কাজ কারো কাছে গ্রহনযোগ্য নয়। এ অবস্থা রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় আরো অংশগ্রহন করেন ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মিনু রহমান, নাফিজ জুয়েল, এম রহমান জহির, লিটন খান, রানা খান, ওসমান চৌধুরী অপু, শেখ বাবুল, সদস্য বুলবুল চৌধুরী, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ভুইয়া, যুগ্ম-সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো: সাজ্জাদুর রহমান, ইফতেখার হোসেন রিংকু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষা ও মানব সম্পাদক মোহাম্মদ মোজ্জামেল হক, মিম খান, ষ্টেট মহিলা আওয়ামী লীগের সভাপতি জেমী খান, মহিলা যুবলীগের সভাপতি চেমন উদ্দীন, সাধারন সম্পাদক এরিনা খান, সদস্য মোহাম্মদ আলী, নুর খান খোকন প্রমুখ।

সংগঠনের সভাপতি নান্নু আহমেদ তার সমাপনী বক্তব্যে বলেন, বিএনপি-জামাত জোটের যে কোন অপতৎপরতার বিরুদ্ধে প্রবাসের সকলকে সরব থাকতে হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন