ডার্ক মোড
Tuesday, 01 July 2025
ePaper   
Logo
ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

মোস্তাফিজার রহমান,(ফুলবাড়ী),কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্ত এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। রোববার দিবাগত রাতে উপজেলার বালারহাট, শিমুলবাড়ী ও অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপ ও ফেন্সিডিল জব্দ করা হয়। অভিযানে মাদকদ্রব্য জব্দ করা গেলেও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেছেন চোরাকারবারীরা। তবে বিজিবি জানিয়েছে,  চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী উপজেলার বালারহাট ‍বিওপি’র কুরুশা-ফেরুসা, শিমুলবাড়ী বিওপি’র নন্দিরকুটি এবং অনন্তপুর বিওপি’র নাগরাজ সীমান্তে রোববার দিবাগত রাতে বিজিবি’র ০৩টি বিশেষ টহলদল অভিযান চালায়। কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল ও একটি ইজিবাইক তল্লাশি করে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ১২৬.৭ কেজিসহ ইজিবাইক ০১টি যার বাজার মূল্য ৫ লক্ষ ৯৩ হাজার ৪৫০টাকা, ইস্কাফ সিরাপ ৩৩৯ বোতল যার বাজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা এবং ফেন্সিডিল ১০৯ বোতল যার বাজার মূল্য ৪৩ হাজার ৬০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৭ লক্ষ ৭২ হাজার ৬’শত পঞ্চাশ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি'র নজরদারি আরও জোরদার করা হয়েছে। এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন