ডার্ক মোড
Tuesday, 01 July 2025
ePaper   
Logo
ফুলবাড়ীতে সূর্যের উচ্চ তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ হয়ে পরেছে

ফুলবাড়ীতে সূর্যের উচ্চ তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ হয়ে পরেছে

কুড়িগ্রাম (ফুলবাড়ী)প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কিছুদিন ধরে চলছে প্রখর তাপ প্রবাহ। সূর্যের প্রচণ্ড তাপে উপজেলা জুড়ে জনজীবন সহ পশুপাখি অতিষ্ট হয়ে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়তে থাকায় জনজীবনে উঠেছে চরম হাঁস ফাঁস। তীব্র রোদ-গরমে দিনমজুরদের পক্ষে মাঠ-ঘাটে কাজ করাও কঠিন হয়ে পড়েছে।

উপজেলার শাহ বাজার এলাকার ভ্যান শল্লু মিয়া,আশরাফুল, লাইফুর রহমান ও কালু মিয়া বলেন, কয়েক দিন থেকে যে গরম পরছে ভ্যান নিয়া পাকা রাস্তায় বের হওয়া যাচ্ছে না। এই গরমে রিক্সা,ভ্যানের চাকা পানচার হয়ে যাচ্ছে এবং রাস্তায় যাত্রী কম বলে ভাড়াও কমে গেছে। এ রকম প্রখর রোদ থাকলে কাজ করা খুব কষ্টকর হয়ে যাবে। কাজ না করলেও বা সংসার চালাবো কি করে। 
অপরদিকে পথচারীরা জানান সূর্যের প্রখর তাপে রাস্তাঘাট সব গরম হয়ে গেছে চলাচল করা খুব কষ্ট হচ্ছে আবার উপরে সূর্যের তাপ তাই ছাড়া ব্যবহার করতেছি। 

অপর দিকে মানুষের পাশাপাশি পশুপাখি ও গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে একটু ঠান্ডার জন্য যেকোনো ধরনের ময়লা পানি খাওয়া ও পানিতে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আবার কেউ কেউ একটু স্বস্তির জন্য গাছের নিচে বসে, টংয়ে বসে, পুকুরের পানিতে, নদীতে গোশল করছে। 

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান,  আগামী ১৪ তারিখের পর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফুলবাড়ীসহ কুড়িগ্রাম জেলায় আজ ৩ টার পর ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

ফুলবাড়ীতে সূর্যের উচ্চ তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ হয়ে পরেছে

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন