ডার্ক মোড
Tuesday, 21 May 2024
ePaper   
Logo
ফুলগাজীতে উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান হারুন মজুমদার, ভাইস-চেয়ারম্যান অনিল বনিক

ফুলগাজীতে উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান হারুন মজুমদার, ভাইস-চেয়ারম্যান অনিল বনিক

ফেনী প্রতিনিধি

গত ৮ই মে বুধবার ফুলগাজীর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৩২ টি কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হয়। ফুলগাজী উপজেলার নির্বাচন অফিসার ইসরাত জাহান লিপি জানান, এই উপজেলায় সর্বমোট ভোটার ১,০৫৬৭২ এর মধ্যে বৈধ ভোটার ২৮৪১০ সর্বমোট প্রদত্ত ভোট ২৯,৩৩০ জনের মধ্যে ২৭.৭৬% ভোট সংগ্রহ হয়।

পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কয়েকটি ভোট কেন্দ্র ছাড়া সব কয়েকটি ভোট কেন্দ্রের অবস্থা ছিল শান্তিপূর্ন স্বাভাবিক। চুরান্ত ফলাফল হাতে পেয়েউপজেলা নির্বাচনে  চেয়ারম্যান পদে হারুন মজুমদার কাপ পিরিচ প্রতীক ২৭,৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাফর উল্ল্যাহ ভূইয়া চিংড়ি মাছ মার্কা ভোট পেয়েছেন ৭৭৫ ভোট ।

আর ভাইস-চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে টিয়া পাখি প্রতীক ১১,০৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে অনিল বনিক জয়লাভ করেন। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মহিলা ভাইস-চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্যান্য প্রার্থীদের মধ্যে তালা প্রতীক ৭২৬৫,চশমা প্রতীক ৩৮৯১,টিউবওয়েল প্রতীক ৩১৯৭ ও উড়োজাহাজ প্রতীক ২৬৮৮ ভোট পেয়েছে।

নির্বাচনে গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্র পরিদর্শনে আসেন ফেনী জেলা প্রশাসক ও ফেনী পুলিশ সুপার জাকির হাসান। এই সময় ফুলগাজী উপজেলার নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়ার উপস্থিত ছিলেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, নির্বাচনের সকল ঝুঁকিপূর্ন ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন।

নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬০ জন বিজিবি সদস্য, ৩০১ জন পুলিশ, প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে ৩২ কেন্দ্রে মোট ৫৫৪ জন আনসার সদস্য নিয়োজিত ছিল। সোনাগাজী থানা পুলিশ তদন্ত রাসেল সহ ফুলগাজী থানার এস আই সক্কুর পুলিশ সোর্স মোবাইল কোর্ট পরিদর্শনে ছিলেন।

ফেনী জেলার গণমাধ্যম কর্মী সাংবাদিক পর্যবেক্ষণ করে জানান রাস্ট্রের অর্থ নষ্ট করে এই নির্বাচন করার যৌক্তিকতা কি? যেখানে অংশগ্রহণ বা উৎসব মুখর পরিবেশ নেই! প্রতিটি কেন্দ্রে ঘুরে দেখলাম ভোটের উপস্থিতি তেমন দেখা যায়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন