ফিলিস্তিনে বর্বরোচির হামলার প্রতিবাদে জয়পুরহাটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
জয়পুরহাট প্রতিনিধি
মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস ও ফিলিস্তিনকে কেন্দ্র করে দখলদার ইসরাইলের অমানবিক অত্যাচার ও বর্বরোচির হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জয়পুরহাট জেলা জাকের পার্টি।
শুক্রবার জুম্মাবাদ শহরের প্রাণকেন্দ্র শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে দোয়া খায়ের শেষে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।
পরে বিকেল তিনটায় এ উপলক্ষে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন পার্টির কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক আবু শরিফ, জেলা কমিটির সাধারণ সম্পাদক ড. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মতিবুল ইসলাম, জেলা কৃষক ফ্রন্টের সভাপতি আবুল হোসেন ও জেলা ছাত্র ফ্রন্ট এর সভাপতি আবু ইউসুফ।
বক্তারা ইসরাইলের অমানবিক অত্যাচার ও বর্বরোচির হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্থিনকে রক্ষায় সকল মুসলিম রাষ্ট্রকে এগিয়ে আসার আহবান জানান।