ডার্ক মোড
Saturday, 05 July 2025
ePaper   
Logo
প্রয়োজন ছাড়া বের হলেই আটক ও জরিমানা

প্রয়োজন ছাড়া বের হলেই আটক ও জরিমানা

শরীয়তপুর প্রতিবেদক

 


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশের মতো শরীয়তপুরে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন শুরু চলছে। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব, আনসার এবং সেনা সদস্যদের মোতায়েন রয়েছে।

শরীয়তপুর জেলার জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ জেলা প্রশাসক।

বিনা প্রয়োজনে কেউ বের হলে তাদেরকে আটক অথবা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। শরীয়তপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিডিআর, আনসার বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের বাস্তবায়নের লক্ষ্যে শরীয়পুরের মাঠে কাজ করছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন