ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
প্রশাসনের কোনো দখলবাজি চলবে না- ভিপি নুর

প্রশাসনের কোনো দখলবাজি চলবে না- ভিপি নুর

নীলফামারী প্রতিনিধি

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এখন আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ডাক্তার এবং প্রশাসনকে হতে হবে জন বন্ধব, তাদের কোনো দখলবাজি চলবে না। চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। তিনি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমলের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দেশের টাকা বিদেশে পাচার সহ নানা সমালোচনা করে বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে হটিয়েছি আর কোনো দখলদার ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দিব না।
শনিবার বিকাল নীলফামারীর জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর আরও বলেছেন, আর কোনো চাঁদাবাজ দখলদারদের জায়গা বাংলাদেশে হবে না।বর্তমান সরকার আন্দোলনের মধ্যদিয়ে গঠিত সরকার, এই সরকারের উপর নির্ভর করে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। প্রশাসনকে শক্তিশালী করে নিরপেক্ষ ভুমিকা রাখার আহবান জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, গণঅধিকার পরিষদ (জিওপি)'র সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সভাপতি তাইজুল ইসলাম।গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গন সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্চতর সদস্য হানিফ খান সজিব, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ,

বিভাগীয় সমন্নয়ক ও সহ দপ্তর সম্পাদক ইব্রাহীম খোকন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক, উপজেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বাধীন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল আজিজ ও জলঢাকা পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশিকুজ্জামান আশিক প্রমুখ। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে মিলিত হয়।

মো:কামরুজ্জামান
নীলফামারী সংবাদদাতা।
০১৭১৬৫২৩২১৯
১৮/০১/২৫

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন