ডার্ক মোড
Thursday, 10 October 2024
ePaper   
Logo
প্রবীণ সাংবাদিক শফিক রেহমান বিএসএমএমইউতে ভর্তি

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান বিএসএমএমইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

শারীরিক বিভিন্ন রকম অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম শফিক রেহমানকে দেখতে যান।

পরিদর্শনকালে রফিকুল ইসলাম সাংবাদিক শফিক রেহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

ডা. রফিকুল বলেন, 'আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সাংবাদিক শফিক রেহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে পাঠিয়েছেন। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।’

রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও সংবাদ সাপ্তাহিক থেকে দৈনিক 'যায় যায় দিন'-এর সাবেক সম্পাদক শফিক রেহমান ছয় বছর পর গত ১৯ আগস্ট যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন