ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
ফ্যাসিস্টদের বিচার করতে হবে: নাহিদ ইসলাম

ফ্যাসিস্টদের বিচার করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদের বিচার করতে হবে। ফ্যাসিস্টদের রাষ্ট্রপতি থাকতে পারে না, তাদের রাষ্ট্রপতিকে সরাতে হবে।

 

 

তিনি বলেন, সংস্কার, বিচার ও জুলাই ঘোষনাপত্রের পরে নির্বাচন হবে। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই সনদ ঘোষণা দেওয়া হবে।

সোমবার (৭ জুলাই) রাত ১০টায় পাবনা হামিদ রোড় শহীদ চত্বরে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতিকে সরাতে ভয় পেয়েছে। জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছিলাম, অভ্যুত্থানের পর আমাদের মিডিয়া সংস্কার লাগবে, পুলিশের সংস্কার লাগবে, আমলাতন্ত্রের সংস্কার লাগবে, সেনাবাহিনীর সংস্কার লাগবে, সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন দেশ গড়ব।

এই নেতা আরও বলেন, গণঅভ্যুত্থানের সময়ে আমাদের তরুণ-তরুণীরা দেয়ালে দেয়ালে যেই গ্রাফিতি এঁকেছিলেন, সেই গ্রাফিতির মধ্য দিয়েই নতুন সংবিধান লেখা হয়ে গিয়েছে।

পথসভায় আরও বক্তব্য দেন দলের অন্য নেতারা। বিকেল ৫টা থেকেই শহরের ট্রাফিক মোড় শহীদ চত্বরে এনসিপির পাবনা অঞ্চলের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা সমবেত হতে থাকেন। পরে রাত ১১টা পর্যন্ত পথসভা চলে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন