ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
প্রথমে স্বরাষ্ট্র এরপর পাট এবার শ্রমে সাখাওয়াত

প্রথমে স্বরাষ্ট্র এরপর পাট এবার শ্রমে সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার এক সপ্তাহ পরই দপ্তর পাল্টে যায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের। এবার বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

রোববার (১০ নভেম্বর) নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন (৬ আগস্ট) ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। পরে ৯ আগস্ট শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সেসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দায়িত্ব গ্রহণের পর নানা বক্তব্য-বিবৃতি ও উদ্যোগের জন্য আলোচিত থাকেন সাখাওয়াত।

এক সপ্তাহ পর গত ১৬ আগস্ট উপদেষ্টাদের দায়িত্ব পুনঃবন্টন করে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে অবশ্য তাকে এ মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয়।

আজ নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরনোদের পুনর্বণ্টন করা হয়েছে। বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের পাশাপাশি আগে দায়িত্ব পাওয়া নৌ পরিবহন মন্ত্রণালয়ও সামলাবেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন