ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
পাবনায় বিএনপির জনসভার প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন

পাবনায় বিএনপির জনসভার প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি পাবনায় বিএনপির জনসভার প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনার পিসিসিএস বাজার রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা এসময় উপস্থিত ছিলেন।

জনসভার গুরুত্ব ও প্রস্তুতি তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বক্তারা। তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশেই এধরণের জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৮ ফেব্রুয়ারি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বিকেল ৩টায় এ জনসভা অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা নিশ্চিত ও জনভোগান্তি এড়ানো সহ এবিষয়ক সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া স্থানীয় ও অন্যান্য শীর্ষ নেতারাও এতে বক্তব্য রাখবেন। এর আগে জাসাসের আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংক্রান্ত সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। এতে দেশখ্যাত শিল্পী ইথুন বাবু ও মৌসুমী গান পরিবেশন করবেন।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা উন্নতির দাবি ও দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের হাতে দেশ তুলে দেয়ার মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা রক্ষার দাবি সহ বিএনপির ৩১ দফা দাবি তুলে ধরাই এ জনসভার লক্ষ্য। এসময় পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন