ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
পাবনায় ইউপি সদস্য-কে হত্যা চেষ্টার বিচার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

পাবনায় ইউপি সদস্য-কে হত্যা চেষ্টার বিচার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি

পাবনা মালিগাছা ইউনিয়ন পরিষদের ৭নং ইউপি সদস্য নাহিদ শেখ-কে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলার অভিযোগ এনে যুবলীগ নেতা বর্তমান চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলীর বিচার ও শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে পাবনা প্রেস ক্লাব অডিটোরিয়াম এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাহিদ শেখের ছোট বোন মোছা. রিনা খাতুন, লিখিত বক্তব্য তিনি বলেন, অভিযুক্ত চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী বিগত সরকারের সময় প্রভাব খাটিয়ে নামে বে নামে অবৈধ সম্পত্তির মালিক হয়েছে।

মুনতাজের বিরুদ্ধে কোন কথা বললেই সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকার সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার করে। তিনি বলেন, গত ২৮ তারিখে আমার ভাই নাহিদসহ আরও ৪ ইউপি সদস্য তার অন্যায়ের প্রতিবাদ ও তার কাছে বেতন চাইতে গেলে চেয়ারম্যান মুনতাজের নেতৃত্বে ৪ জন ইউপি সদস্যসহ আমার ভাইয়ের উপর হামলা করে। এতে আমার ভাই গুরতর আহত হয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তি আছে। ভাইয়ের হত্যা চেষ্টার ঘটনায় সুষ্ঠ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মালিগাছা ৭নং ওর্য়াডের ইউপি সদস্য নাহিদের বাবা জিন্নাত শেখ, ৮ নং ওর্য়াডের ইউপি সদস্য মো. মাসুদ রানা, ১ নং ওর্য়াডের ইউপি সদস্য মুনছুর, ৪ নং ওর্য়াডের ইউপি সদস্য আনজারুল ইসলাম আনজার প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন