পলক-ইব্রাহিমের প্রেম গুঞ্জন : যা বললেন শ্বেতা তিওয়ারি
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিং তারকা দম্পতির পুত্র ইব্রাহিম আলি খান। এখনও বলিউডে অভিষেক ঘটেনি তার। তবে তারকা সন্তান হওয়ায় নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন।
এদিকে নেটিজেনদের মাঝে গুঞ্জন চলছে বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম। মেয়ে পলকের প্রেমের গুঞ্জন নিয়ে এর আগেও মুখ খুলেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে শ্বেতা তিওয়ারি বলেন, ‘এসব গুঞ্জন এখন আর আমাকে বিরক্ত করে না। চলতি বছরে উপলব্ধি করেছি, মানুষ শেষের ৪ ঘণ্টা মনে রাখে।’
‘এরপর মানুষ ভুলে যাবে, সুতরাং কেন বিরক্ত হবো? ইন্টারনেট অনুযায়ী, পলক যেকোনও তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেম করছে। আমি প্রতিবছরই বিয়ে করেছি। এসব বিষয় এখন আমার ওপরে প্রভাব ফেলে না।’
অভিনেত্রীর কথায়, ‘আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না এবং যখন কোনো সাংবাদিক আপনার সম্পর্কে ভালো কিছু লিখতে আগ্রহী নয়, তখন এগুলো হতো। অভিনেতাদের নিয়ে নেতিবাচক খবরের বিক্রি বেশি হয়। সেই যুগের সঙ্গে এসব মোকাবিলা করার পর, এটি আমাকে প্রভাবিত করে না।’
মেয়ে পলক তিওয়ারি যখন ট্রোলের শিকার হন, তখন মা হিসেবে চিন্তিত থাকেন শ্বেতা তিওয়ারি। তবে শ্বেতার দাবি যে পলক এসব বিষয় সতর্ক হওয়া শিখে গেছে। শ্বেতা তিওয়ারি বলেন, মাঝে মাঝে ভয় হয়। পলক দেখতে যেমনই হোক না কেন, সে খুব সরল কখনো মানুষের কথা ফিরিয়ে দিতে পারে না।’
শ্বেতা তিওয়ারি মেয়ের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করলেও পলকের বাবা রাজা চৌধুরী বিপরীত মন্তব্য করেছিলেন। অভিনেতা বলেন, ‘এই সময়ের ছেলে-মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। তাদের যা ভালো লাগে, তাতেই আমি খুশি। সে (পলক) খুশি থাকলে আমিও খুশি; সে খারাপ থাকলে আমিও ভালো থাকি না।’