
পটুয়াখালীতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাস পাড়া ১৪৫ নম্বর চর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মরিয়ম পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা খালিদ হোসেন, ৫৮নম্বর আকরাম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রাসেল, ১১৫ নম্বর পশ্চিম চরহোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের খান সুমন, ৫৯নম্বর দক্ষিন গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেল্লাল হোসেন মিরাজ, চর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তবর্গসহ অবিভাবক প্রমুখ।
পরে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।