ডার্ক মোড
Wednesday, 08 May 2024
ePaper   
Logo
পটুয়াখালীতে দুই লঞ্চের সংঘর্ষে আহত ২০

পটুয়াখালীতে দুই লঞ্চের সংঘর্ষে আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে নোঙর করা নিয়ে প্রতিযোগিতা করায় ঢাকাগামী ডাবল ডেকার দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাট পন্টুনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়ানো লঞ্চ দুটি হলো- এমভি ধুলিয়া-১ ও এমভি বন্ধন-৫। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে এমভি ধুলিয়া-১ ও এমভি বন্ধন-৫ লঞ্চ দুটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে যাত্রী উঠানোর উদ্দেশ্যে আসে। এ সময় লঞ্চ দুটি নোঙর করা নিয়ে প্রতিযোগিতা শুরু করে এবং একপর্যায়ে এমভি বন্ধন-৫ লঞ্চটি পন্টুনে আগে নোঙর করে‌‌। পরে এমভি ধুলিয়া-১ লঞ্চটি এমভি বন্ধন-৫ লঞ্চটিকে দ্রুত গতিতে পেছনে ধাক্কা দিলে পন্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। গুরুতর আহতদের বরিশালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুই বছরের শিশু মার্জিয়া, মেহেদি হাসান (৩২) ও আশ্রাফ গাজীর (৫৫) অবস্থা আশঙ্কাজনক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, সন্ধ্যর দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে ঘটনাটি ঘটেছে। এতে ২০ জনের মতো আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন