
নড়াইলে শিশুদের উন্নয়নে জনসম্পৃক্তকরণ ও সামাজিক পরিবর্তন বিষয়ে প্রশিক্ষণ
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় শিশুদের উন্নয়ন নিশ্চিত করতে জনসম্পৃক্তকরণ এবং সামাজিক ও আচরণগত পরিবর্তনের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ বাংলাদেশ-এর অর্থায়নে এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামানের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টায় প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ। এতে ৬০ জন প্রশিক্ষণার্থী দুই দলে বিভক্ত হয়ে অংশ নেন।
কালিয়া উপজেলার সালামাবাদ, চাঁচুড়ি, পহরডাঙ্গা ও পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্বসহ গণ্যমান্য ব্যক্তিরা এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মণ্ডল এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারাফাত হোসেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম (পরিচালক, প্রশাসন ও সমন্বয়, যুগ্ম সচিব), মোহাম্মদ আবু নাসের বেগ (যুগ্ম পরিচালক, গবেষণা ও পরিকল্পনা), ড. মোহাম্মদ আরিফুর রহমান শেখ (পরিকল্পনা পরিচালক, গবেষণা ও পরিকল্পনা) এবং কামরুন নাহার (উপপরিচালক)।
এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের কল্যাণে সামাজিক পরিবর্তনের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীরা অবহিত হন এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন।