ডার্ক মোড
Friday, 18 October 2024
ePaper   
Logo
নৈরাজ্যকারীদের আইনের আওতায় আনা হবে : শিল্পমন্ত্রী

নৈরাজ্যকারীদের আইনের আওতায় আনা হবে : শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। এর জন্য সরকার দেশের সকল এজেন্সিকে ব্যবহার করেছেন।

বিশেষ করে নরসিংদীর জেলখানায় যে নারকীয় ঘটনা ঘটেছে তার জন্য সরকার সেনা বাহিনী, পুলিশ বাহিনীসহ সরকারের প্রতিটি সেক্টরকে কাজে লাগিয়ে আজ পরিস্থিতি শান্ত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এক জরুরী আইন শৃঙ্খলা সভায় এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, জেলখানায় যারা এই তান্ডব চালিয়েছে তারা দেশকে অস্থিতিশীল করতে এই ঘটনা ঘটিয়েছে। সরকার তাদের খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করবে।

এছাড়া আর কোন পথ নেই। তবে জেলখানা থেকে জঙ্গি ছাড়া অন্যরা যারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের মধ্যে ৪৬৫ জন আত্মসমর্পণ করেছে, ৪১ টি অস্ত্র উদ্ধার হয়েছে।

জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতিক, পলাশের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা সিদ্দিকী রোজী, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলার উর্দ্ধতন কর্মকর্তাগণ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন