ডার্ক মোড
Wednesday, 08 May 2024
ePaper   
Logo
নিউ ইয়র্কের ট্রাফিক কন্ট্রোল বাংলাদেশিদের হাতে

নিউ ইয়র্কের ট্রাফিক কন্ট্রোল বাংলাদেশিদের হাতে

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্ট হিসেব আরও ১২০ জন বাংলাদেশি যোগ দিয়েছেন। সম্প্রতি পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক অ্যানফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ অ্যাকাডেমির প্রশিক্ষণ শেষ ১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট চাকরির দায়িত্ব গ্রহণ করেন। অংশ নেওয়া ১৮১ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। আর অ্যাকাডেমির প্রশিক্ষণকালে সবচেয়ে বেশি নম্বর পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হবার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশি। তার নাম রাফি কামাল। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট নিউ ইয়র্কের ৫টি বোরোর বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। ২ সপ্তাহ পর আরও ২৩৫ জনের একটি গ্রুপের প্রশিক্ষণ শুরু হবে। সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ অব দ্যা ডিপার্টমেন্ট রোডনি কে হ্যারিসন। এছাড়া প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিকি মরিসন, সকুনবি অ্যালুফেমি, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এজেন্ট খান শওকত।

নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগে প্রবাসী বাংলাদেশিরা সুনামের সঙ্গে কাজ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ফলে এর আগেও নিউ ইয়র্কের ট্রাফিক বিভাগে একসঙ্গে দেড়শ প্রবাসী বাংলাদেশি নিয়োগ পেয়েছিলেন।

সব মিলিয়ে নিউ ইয়র্কের ট্রাফিক সিস্টেমের অনেকটাই নিয়ন্ত্রণ করেন বাংলাদেশিরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন