ডার্ক মোড
Friday, 03 January 2025
ePaper   
Logo
নিউইয়র্কে আ. লীগের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

নিউইয়র্কে আ. লীগের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র ব্যুরো

লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ২৭ অক্টোবর সন্ধ্যায়ও নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা বিক্ষোভ-সমাবেশ করেন

এ সময় গগনবিদারি ¯েøাগানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মদদে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে এর চরম মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ড. সিদ্দিকের সভাপতিত্বে এ বিক্ষোভ-সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড.প্রদীপ রঞ্জন কর, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী এনাম এবং আশরাফুজ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন এবং দুরুদ মিয়া রনেল, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, শাহানারা রহমান, আলী হোসেন গজনবী, আতাউল গনি আসাদ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, স্টেট সহ-সভাপতি শেখ আতিক, নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, আওয়ামী আইনজীবী সমিতির নেতা মোরশেদা জামান, নিউইযর্ক মহানগর আওযামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ দুলাল, সাংঠনিক সম্পাদক মাহফুজুর হক হায়দার, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল এবং ইকবাল হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হৃদয় সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে প্রায় দিনই সন্ধ্যায় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন