ডার্ক মোড
Tuesday, 01 April 2025
ePaper   
Logo
নারায়নগঞ্জ কদম রসুল ব্রিজ নির্মানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

নারায়নগঞ্জ কদম রসুল ব্রিজ নির্মানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

নারায়নগঞ্জ কদম সংবাদদাতা

২৭ মার্চ বৃহস্পতিবার ২০২৫ এলজিইডি সদর দপ্তরে কদম রসুল ব্রিজ নির্মানের চুক্তি স্বাক্ষরিত হয়।
এলজিইডির প্রধান প্রকৌশলী চলতি দায়িত্ব মোঃআব্দুর রশিদ মিয়ার উপস্থিত এ এলজিইডির পক্ষে প্রকল্প পরিচালক হরিকিস্কর মোহন্ত এবং চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান জেবি অব জিবিসি জি এস ডিসি প্রতিনিধি ওয়াং জিয়াওয়ুন সহকারী মহাব্যবস্থাপক, জিবিসি জি এস ডিসি চীন, চুক্তি স্বাক্ষর করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন