ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
নারায়ণগঞ্জে জমে উঠেছে হোসিয়ারী সমিতি নির্বাচন

নারায়ণগঞ্জে জমে উঠেছে হোসিয়ারী সমিতি নির্বাচন

নিজস্ব প্রতিনিধি নারায়ণগঞ্জ

১৬ বছর পর রাহুমুক্ত হওয়া বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনে ফিরে এসেছে গণতান্ত্রিক পরিবেশ। ঘোষনা করা হয়েছে হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনের তারিখ। হোসিয়ারী ব্যবসায়ীদের মধ্যে ফিরে এসেছে প্রাণস্পন্দন। সবার অংশ গ্রহণে জমে উঠেছে এবারের নির্বাচন। হোসিয়ারী ব্যবসায়ীরা বলছেন, আমরা এবার ভোট দেয়ার অধিকার ফিরে পেয়েছি। আমরা মূল্যবান ভোট দিয়ে এবার পছন্দমত নেতা নির্বাচিত করবো। আমাদের সমস্যাগুলো সমাধান হবে। সার্বিক প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছে বদু প্যানেল। কেননা সাবেক সভাপতি বদিউজ্জামান বদুর হাত ধরেই হোসিয়ারী সমিতি ১৬ বছর পর রাহু মুক্ত হল। সাধারণ ভোটারদের মতে, বদু প্যানেল বিজয়ের দ্বারপ্রান্তে। ব্যবসায়ীমহল বদিউজ্জামান বদুকেই অভিভাবক মনে করেন। তাছাড়া আব্দুস সবুর সেন্টুসহ আরো কয়েকজন প্রজ্ঞাবান সিনিয়র নেতা রয়েছেন তার পাশে। বদু প্যানেলের কথাই সবার মুখে মুখে।

জানাগেছে, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। গত ১ জানুয়ারি দুপুরে শহরের সনাতন পাল লেন হোসিয়ারি ক্লাব ভবনে সাধারণ গ্রুপ ও এসোসিয়েট গ্রুপের ১৮ জনের একটি প্যানেল ও ১৫ জনের স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের প্রার্থীরা জমা দেয়।

বদু প্যানেলের প্রার্থীরা হলেন, হোসিয়ারি সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু, আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মোঃ দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মোঃ পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।

অন্যদিকে স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের প্রার্থীরা হলেন, সাধারণ গ্রুপের ফতেহ আলী রেজা রিপন, নাজমুল হক, লুৎফর রহমান ফকির, বাবুল চন্দ্র দাস, সুশান্ত পাল চৌধুরী, মোঃ আওলাদ হোসেন, মোঃ আবুল বাশার বাসেত, মোঃ দিদার খন্দকার, এসোসিয়েট গ্রুপের মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক আহম্মেদ, ইবনে মোঃ আল কাওছার ও আনোয়ার হোসেন।

৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা ও ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হয়েছে। ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সভাপতি প্রার্থী ও নয়ামাটি এলাকার ব্যবসায়ীসমাজে জনপ্রিয় নেতা বদিউজ্জামান বদু বলেন, দীর্ঘ ১৬ বছর যাবৎ হোসিয়ারি সমিতি নির্বাচন হয় নাই। হোসিয়ারি মালিকরা তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। একটি গ্রুপের জিম্মি দর্শা ছিলো হোসিয়ারি সমিতি। আমরাই এখন নির্বাচনের মাধ্যমে হোসিয়ারি মালিকদের ভোট প্রদানের সুযোগ করে দিসি। সকল ভোটারদের আশ্বাসে আমরা প্যানেলের মাধ্যমে প্রকাশ হয়েছি। আগামী দিন হোসিয়ারী সমিতির প্রাণ ফিরে আসবে এমন বার্তা আমাদের প্যানেল সুনিশ্চিশত বিজয় আগামী ৩রা ফেব্রুয়ারি।

সাংবাদিক সমাজের সহযোগিতা চেয়ে বদু বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরেন। আপনাদের সহযোগিতা মাধ্যমে হোসিয়ারী মালিকদের প্রাণের সংগঠন হোসিয়ারি সমিতির আবারো প্রাণচাঞ্জল্যকর পরিবেশ হবে বিশ্বাস করি।

এদিকে হোসিয়ারী ব্যবসায়ীদের আস্থার সংগঠন বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের ২০২৫-২০২৭ সালের নির্বাচনকে ঘিরে নীল নকশার ছক আকঁছেন একটি পক্ষ। যা নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে ব্যবসায়ীদের মাঝে।

বিগত ১৬ বছর আওয়ামী লীগের দোসর সেলিম ওসমান তার সহযোগী নাজমুল হাসান সজল ও কবির হোসেনের মাধ্যমে জিম্মি ছিল হোসিয়ারী সমিতি ও এই সমিতির নির্বাচন ব্যবস্থা। যাকে ঘিরে নির্বাচন কি তা ভূলেই গিয়েছিলেন ব্যবসায়ীরা।

কিন্তু গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে পরে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে তার সাথে সাথে পালিয়ে যায় তার দোসররা। যাকে ঘিরে রাহুমুক্ত হয় দীর্ঘদিন সিন্ডিকেটে জিম্মি থাকা ব্যবসায়ীদের অন্যতম সংগঠন হোসিয়ারী সমিতি।

বর্তমানে প্রবীন ও নবীন ব্যবসায়ী নেতাদের সম্বনয়ে নির্বাচনী হাওয়া পরে হোসিয়ারী সমিতিতে। যাকে ঘিরে ধাপে ধাপে নির্বাচনী পক্রিয়ার শেষ পর্যায়ে চলে এসেছে সমিতি নির্বাচন। ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা পরবর্তীতে ৩ ফেব্রুয়ারী নির্বাচন। কিন্ত এখনো নির্বাচন নিয়ে বেশি একটি আগ্রহী হয়ে উঠতে পারেনি ব্যবসায়ী ও সমিতির বাকি সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছু কয়েকজন হোসিয়ারী ব্যবসায়ী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া একটি বক্তব্যের সুর ধরে বলেন যে, পট পরিবর্তনের পর মাথা পালিয়ে গেছে কিন্ত লেজ রয়ে গেছে। যারা বর্তমানে আবারো একটি সিন্ডিকেটের নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের জিম্মি করতে নীল নকশা আকঁছেন। যেখানে বিগত ওসমান দোসর অনেকেই রয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন