ডার্ক মোড
Thursday, 10 July 2025
ePaper   
Logo
নারায়ণগঞ্জে কুমারীর আসনে বসবে ৭ বছরের সুনন্দা

নারায়ণগঞ্জে কুমারীর আসনে বসবে ৭ বছরের সুনন্দা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে নারায়ণগঞ্জে প্রতিবছর আনন্দঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নগরীর বিভিন্ন পূজা মন্ডপে কুমারী পূজার আয়োজন করা হয়। এর মধ্যে রামকৃষ্ণ মিশন আশ্রমে বিপুল উৎসাহ ও উদ্দপনা নিয়ে কুমারী পূজার আয়োজন করা হয়।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শঙ্খ, ঘণ্টা ও উলুধ্বনির মধ্য দিয়ে জাঁকজমকভাবে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হবে। দূর দূরান্ত থেকে অনেকেই এতে অংশগ্রহণ করবেন।

এ বছর নগরীর চাষারা মিশনপাড়ার রামকৃষ্ণ মিশন আশ্রমে আয়োজিত কুমারী পূজায় কুমারীর আসনে বসবে ৭ বছরের সুনন্দা চক্রবর্তী। তাকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হবে।

সুনন্দা চক্রবর্তী নবাব সিরাজদৌল্লা রোডের নারায়ণগঞ্জ হাইস্কুলের শিশু শ্রেণির ছাত্রী। নগরীর বংশাল রোডের সঞ্জয় চক্রবর্তী এবং দিপাণ্বিতা চক্রবর্তীর মেয়ে সুনন্দা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন