ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
নারায়ণগঞ্জে অধ্যক্ষের বদলি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে অধ্যক্ষের বদলি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশের প্রতিবাদে ও আদেশ বাতিলের দাবিতে কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৬ ফেব্রæয়ারি) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে ব্যানার টাঙিয়ে কলেজের অধ্যক্ষের বদলির আদেশের প্রতিবাদে ও আদেশ বাতিলের দাবিতে কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

একইসঙ্গে কলেজ মাঠে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। শিক্ষার্থীরা বলেন, আমাদের অধ্যক্ষ অত্যন্ত ভালো শিক্ষক। তিনি এখানকার শিক্ষার মান উন্নত করেছেন। তার বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। এজন্য আমরা ১৬ ও ১৭ ফেব্রæয়ারি বিক্ষোভ মিছিল ঘোষণা করেছি।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমি ৬ মাস হলো এসেছি এবং তাদের মাঝে কিছু অপূর্ণতা লক্ষ্য করেছিলাম। আমি এসেই নতুন বাংলাদেশ পেলাম। এসেই এখানে দেয়াল ভাঙা ছিল, সেটা সবাই মিলে চেষ্টা করেছি, ৩০ লাখ টাকার টেন্ডার হয়েছে, অচিরেই কাজ চালু হবে।

কলেজে না এলে অভিভাবকদের কাছে এসএমএস চলে যায়। ফলে কলেজ ফাঁকি দিলে অভিভাবক জেনে যায়। এ রকম কিছু কাজ আমি এসেকরেছি। আদেশ হয়েছে, আমি সরকারি আদেশের প্রতি শ্রদ্ধাশীল। আমি আদেশ মেনে চলে যাবো। আমি কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করি। এ কলেজের শিক্ষার্থীরা দেশ গড়ায় অনন্য ভূমিকা রাখবে আমার প্রত্যাশা।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা যথাযময়ে যেন শ্রেণিকক্ষে আসে, শিক্ষালাভ করে, নিজেদের জীবন গড়ে, পরিবারের স্বপ্ন পূরণ করে, মদেশমাতৃকার সেবায় নিয়োজিত করে। আমি কোনোভাবেই চাইনা সরকারি আচরণবিধি ও আদেশ পরিপন্থি কোনো কাজে তারা অংশগ্রহণ করুক। তাদের জায়গা শ্রেণিকক্ষে, সেখানেই থাকা উচিত।

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় শিহাব (২৩) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রæয়ারি) বিকেল ৩টারদিকে উপজেলার কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিহাব উপজেলার শিবপুরে একটি মাদরাসায় পড়াশোনা করতেন। এরআগে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরদড়িকান্দি জাহিদেরগাঁও এলাকায় ঢাকাগামী লেন থেকে অজ্ঞাত এক নারীর খÐবিখÐ মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি জানান, দুপুরে রূপগঞ্জের ভুলতা এলাকায় পরীক্ষা শেষে ফেরার পথে তার মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলেঘটনাস্থলেই সেটি দুমড়েমুচড়ে যায় এবং শিহাব ছিটকে পড়ে তার মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মাদরাসায় পড়ার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

অন্যদিকে কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, রাতের কোনো এক সময়ে ওই অজ্ঞাত নারী সড়ক দুর্ঘটনায় হয়তো মারা গেছেন। রাতে একের পর এক গাড়ি লাশটির ওপর দিয়ে চলাচলের কারণে রাস্তার সঙ্গে মরদেহটি পিষে গেছে। মাথার কিছু চুল দেখে অনুমান করা যায় তিনি একজন নারী। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম ও তদন্ত চলমান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন