ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
নান্দাইলে মুরাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাঁধে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

নান্দাইলে মুরাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাঁধে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত মো. মুরাদ হাসান ভূঁইয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে কাঁধে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার ( ০১ জুন) চন্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেন উপস্থিত লোকজন। মিছিলটি নান্দাইল নরসুন্দা ব্রিজে গেলে লাশ সড়কে রেখে ১৫ মিনিট অবরোধ করে স্থানীয় জনতা।

এর আগে,চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মুরাদ হাসান ভূঁইয়ার অনুষ্ঠিত জানাজায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম শাহান, এমদাদুল হক ভূঁইয়া, নাজিম উদ্দিন লিটন।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুরাদ হাসান ভূঁইয়ার হত্যার সঙ্গে জড়িতদের ধরতে দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৮ টার দিকে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে যান মুরাদ হাসান ভূঁইয়াসহ কয়েক কিশোর। পৌরসভার চণ্ডীপাশা বর্মণ পাড়ায় লিফলেট বিতরণ করে ফেরার পথে চণ্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মো. মুরাদ হাসান ভূঁইয়া মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সংকটাপন্ন অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়,আগামী ৫ জুন চতুর্থ ধাপে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) সুমন মিয়া বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় এখনও অভিযোগ কেউ করেনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন