নাটোর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রহমান, সাঃ সম্পাদক ফোরকান
নাটোর প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি নাটোর সদর উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সোমবার (১৩ জানুয়ারী) দুপুর ২ টায় শহরের বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ২ বছর মেয়াদী এ কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনিত হন বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান এবং সাধারন সম্পাদক হিসেবে মনোনিত হয় ধলাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফোরকানুল আলম। বাকী অন্য পদ গুলোতে সদর উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে এই কমিটি গঠন করা হয়।
উপস্থিত সবার মতামত নিয়ে কমিটি ঘোষনা করেন পীরগন্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও নাটোর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষক নেতা প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক নেতা মোঃ নজরুল ইসলাম, শিক্ষক নেতা প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন , শিক্ষক নেতা প্রধান শিক্ষক শাহনাজ খানম, জান্নাতুল ফেরদৌস, ইব্রাহিম সরদারসহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান , সহকারী প্রধান এবং সহকারী শিক্ষকবৃন্দ।