ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
নাটোরে অবৈধভাবে সার মজুদ : ইউ পি সদস্য ও আ. লীগ নেতা আটক

নাটোরে অবৈধভাবে সার মজুদ : ইউ পি সদস্য ও আ. লীগ নেতা আটক

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলায় অতিরিক্ত সার মজুদ করায় আওয়ামী লীগের নেতা ও এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

এসময় তার গোডাউন থেকে ৩৬০ বস্তা ইউরিয়া সারসহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার শালমারা বাজার থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রম্যমান আদালতের বিচারক আল এমরানের নিকট হাজির করা হলে আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করার দির্দেশ দেন। দন্ডপ্রাপ্ত মোকলেছুর রহমান হলেন, উপজেলার শালমারা গ্রামের মৃত খোরশেদ আলম‘এর ছেলে ও ইটালী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি।

সিংড়া থানার (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, গত রোববার উপজেলা প্রশাসনের ১ টি সভায় সার মজুদদারের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)। ওই সভার পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পোপন সংবাদের ভিত্তিতে শালমারা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধভাবে লাইসেন্স ছারা সার বিক্রি করায় মোকলেছুর রহমান নামে একজনকে পুলিশ আটক করে। পরে তার গোডাউন থেকে ৩৬০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

এব্যাপারে ইউ পি সদস্য মোকলেছুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে শালমারা বাজারে খুচরা সার বিক্রি করে আসছেন তিনি এবং সার বিক্রি করার জন্য একটি লাইসেন্সের আবেদনও করা আছে।’ তার । লাইসেন্স ছারা সার বিক্রি করতে পারেন ? এমন প্রশ্নের কোন উত্তর তিনি দিতে পারেননি।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এম. সামিরুল ইসলাম জানান, কোন ভাবে অবৈধ মজুদদার কৃত্রিম সার সংকট না করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন তৎপর। তারই ধারাবাহিকতায়

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা সহ পুলিশ সদস্যরা মঙ্গলবার দুপুরে উপজেলার শালমারা গ্রামে এক ইউপি মেম্বারের বাসায় অভিযান করে ৩৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করে ২ দিনের মধ্যে কৃষি অফিসারের তত্বাবধানে সরকারী মূল্যে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে এবং ওই মেম্বার কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন