ডার্ক মোড
Friday, 13 September 2024
ePaper   
Logo
নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাগেশ্বরী (প্রতিনিধি) কুড়িগ্রাম

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা হাসনাবাদ ইউনিয়নে পানিতে ডুবে আদিলা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়।

মনিয়ার হাট হাজিপাড়া গ্রামের আজগার আলীর পুত্র আরিফুল ইসলামের একমাত্র কন্যা। রোববার (৮ জুলাই) মায়ের সাথে বাড়ীর পাশে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় বলে জানা যায়।

সে মনিয়ার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। আদিলার মুত্যৃতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। এদিকে আদিলার মৃত্যুর সংবাদ শুনে পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন হাসনাবাদ ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার ও নাগেশ্বরী উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান মহিবুল হক খোকন। সোমবার সকাল ১০টায় জানাজা শেষে মাদ্রাসা কবরস্থানে শায়িত হন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন