নাগেশ্বরীতে কিশোরীদের কাবাডি খেলার উদ্বোধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা ধারিয়ার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৩মে বল্লভেরখাস ইউনিয়ন যুব সংগঠনের বাস্তবায়নে এনআরকে টেলিথন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও যুব সমাজ কল্যান সমিতি (এম জে এসকে এস) এর সহযোগীতায় “করবো না আর বাল্য বিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে” এই স্লোগান সামনে নিয়ে খেলা ধুলা অংশগ্রহনের মাধ্যমে কিশোরীদের সাহসিকতাকে জাগ্রত করার উদ্দেশ্যে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের কাবাডি টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, যুব সংগঠনের সভাপতি জোসনা খাতুন, সাধারন সম্পাদক রোকনুজ্জামান রুবেল, চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের কো-অর্ডিনেটর মাহামুদুল হাসান, ফিল্ড ফেসিলেটর সেলিম মন্ডল, খেলা পরিচালনা করেন ইউপি সদস্য শাহাআলম ও আব্দুল করিম।