ডার্ক মোড
Saturday, 08 February 2025
ePaper   
Logo
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ মৎস্যজীবী নিহত

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ মৎস্যজীবী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই মৎস্যজীবী বা জেলে এবং জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় প্রাণ হারান তারা।

শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে বোকো হারামের বিদ্রোহীরা একটি গ্রামে হামলা চালানোর পর অন্তত ২০ জেলে নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার জেলেরা এবং স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

নাইজেরিয়া তার উত্তর-পূর্বে গত ১৬ বছর ধরে সশস্ত্র বিদ্রোহীদের মোকাবিলা করছে। প্রাথমিকভাবে বোকো হারাম এবং এর শাখা আইএসডব্লিউএপি’র মাধ্যমে চালিত এই সংঘাত দেশটিতে ব্যাপক মানবিক ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছে, যার মধ্যে ব্যাপক বাস্তুচ্যুতি এবং মানবিক সংকটও রয়েছে।

সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্য মোডু আরি বলেছেন, বিদ্রোহীরা বুধবার প্রায় গাদান গারির মৎস্যজীবী সম্প্রদায়ে হামলা চালায় এবং ওই এলাকায় কর্মরত জেলেদের ওপর গুলিবর্ষণ করে, এতে অন্তত ২০ জন নিহত হয়।

মুস্তাফা কাকাহাল্লাহ নামের একজন বাসিন্দা বলেছেন, তার শিশু ওই হামলায় নিহত হয়েছে এবং তারা ১৫ জনেরও বেশি লোককে কবর দিয়েছে। অবশ্য সামরিক ও বোর্নো প্রদেশের কর্মকর্তারা হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত, বোকো হারাম ২০০৯ সালে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের ইসলামিক আইনের সংস্করণ চাপিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

জাতিসংঘের মতে, উত্তর-পূর্বাঞ্চলে এই সংঘাতে প্রায় ৩৫ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন