ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
নাইক্ষ্যংছড়িতে গরু চুরি করতে গিয়ে মালিককে গলাটিপে হত্যা,আটক ১

নাইক্ষ্যংছড়িতে গরু চুরি করতে গিয়ে মালিককে গলাটিপে হত্যা,আটক ১

নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়িতে চুরি করতে গিয়ে গরুর মালিক ৫১বছরের বৃদ্ধাকে গলা টিপে হত্যা করেছে ৩ গরু চোরাকারবারী । জানা যায়,গরু চোরাকারবারি ৩জন মাদকাসক্ত ছিল এবং এই বৃদ্ধাকে ধর্ষণও করেছে। এই মর্মান্তিক ঘটনার শিকার বৃদ্ধার নাম ছলিমা খাতুন। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যা ৭টায়। আর খুনের ঘটনা প্রকাশ হয় ২৪ ঘন্টা পর সোমবার সন্ধ্যায়। পরে তাকে উদ্ধার করা হয় সোমবার (২৬ ডিসেম্বর) রাতেই। এ ঘটনায় মঙ্গলবার ( ২৭ ডিসেম্বর) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানায় ১টি হত্যা মামলা দায়ের করা হয়। যার নম্বর-৭।

পুলিশ জানান,মামলায় ১জ্ঞাত ও ২ জন অজ্ঞাতনামাসহ আসামী ৩জন। জ্ঞাত আসামী এজাহারনামীয় ১নম্বর আসামী। ঘটনা৷র পর একজনকে আটক করেছে স্থানীয় গ্রাম পুলিশ আবু বক্করের নেতৃত্বে জনতা।

তার নাম জয়নাল আবেদীন পুতুইয়্যা (১৬) । সে স্থানীয় গুরুন্যাকাটার মামা-ভাগিনার ঝিরি এলাকার সাইফুল ইসলামের পুত্র। যাকে পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের হাতে সোপর্দ করেছে তারা।

মামলার বাদী রোমেনা আক্তার এজাহারে উল্লেখ করেন,স্বামী পরিত্যক্তা তার মা একাই বসবাস করেন নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামে। তিনি টিনসেট পুরোনো বেড়ার ঘরে বসবাস করতেন। তার ২টি গরু ছিলো। হত্যাকারীরা ঘটনার দিন ২৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় তার মাকে রাত সাড়ে ৭ টার দিকে হত্যা করে। হত্যার ২৪ ঘন্টার মাথায় সোমবার সন্ধ্যায় জয়নাল আবেদীন নিজেই স্থানীয় গ্রামের শামশুল আলম নামের এক লোককে হত্যাকান্ডের গোপনখবর প্রকাশের পর এ খবর সর্বত্র ছড়িয়ে পড়ে। স্বজনরা মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মেম্বারের নেতৃত্বে তুলাতলী স্কুল সংলগ্ন কবরস্থানে কবরস্থ করা হয় ছলিমাকে।

রোমেনা আরও জানান,তার মায়ের সেই গরু ২টি জোর করে নিয়ে যাওয়ার সময় বৃদ্ধা ছলিমা বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দস্যুরা
তার মায়ের গলা টিপে তাকে হত্যা করে গরু দু'টি নিয়ে যায়। পরে এ গরু পাশ্বর্বর্তী শুকমুনিয়া গ্রামে জব্দ করা হয়।

এদিকে সোমবার রাতে,জনতার হাতে আটকের পর হত্যাকান্ডের নায়ক জয়নাল আবেদীন বারবার বলেছিলেন,তারা ৩জন এ হত্যাকান্ডের সাথে জড়িত । এ সময় তারা ইয়াবা ট্যাবলেট খেয়ে মাতাল ছিলো। ঘটনার দিন ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ছলিমা বেগম তাকে ঔষুধের জন্য পাঠায় তুলাতলী স্টেশনে। একটি দোকান থেকে সে ১টি পলপ্লাস ও ১ টি ঘুমের ঔষুধ নিয়ে ছলিমাকে খাইয়ে দেয় তারা । ঔষধ খেয়ে ছলিমা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। পরে তারা ৩জন পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে সে। যা শতশত গ্রামবাসী শুনেছেন বলে দাবী করেন তারা । যাদের মধ্য রয়েছে গ্রাম পুলিশ আবু বক্কর,তুলাতলীর সমাজ কমিটির সভাপতি নুরুল ইসলাম লালু ও শফিক আহমদসহ অগণিত গ্রামবাসী। মামলার বাদি রোমেনা খানমও এ প্রতিবেদকের কাছে এ দাবী করেন বার বার।

তবে পুলিশের তদন্তকারী কর্মকর্তা নাইক্ষ্যংছড়ি থানার এসআই তৌফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন,সবে মাত্র এজাহার দায়ের হয়েছে। আর্জিতে দস্যুতার ঘটনা পরবর্তী বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। অন্য কোন ঘটনা অনুল্লেখ থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে। তখন দেখা যাবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন