ডার্ক মোড
Tuesday, 14 January 2025
ePaper   
Logo
নরসিংদীতে বিএনপি নেতা মরহুম মীর ফজলুল হক এর স্মরণসভা অনুষ্ঠিত

নরসিংদীতে বিএনপি নেতা মরহুম মীর ফজলুল হক এর স্মরণসভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

সোমবার বিকালে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মীর ফজলুল হক স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শহরের বানিয়াচল এলাকায় সরকারি প্রাথমিক মাঠে অনুষ্ঠিত হয়।

নরসিংদী শহরের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি খায়রুল কবীর খোকন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল বাসেদ ভূইয়া, বিএনপি নেতা মো: আব্দুল জলিল, এ কে এম গোলাম কবীর কামাল, মো: ফারুক উদ্দীন ভ‚ইয়া, খবিরুল ইসলাম বাবুল, মো: আকবর হোসেন, মো: রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু, শফিকুল ইসলাম স্বপন, শফিকুল ইসলাম আপেল, মো: ইলিয়াছ আলী ভূইয়া, কবীর আহমেদ, হাবিবুর রহমান মিলন ও যুবদলনেতা আব্দুর রউফ ফকির রনি, মাহমুদুল হোসেন চৌধুরী সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ মরহুম মীর ফজলুল হকের আত্মার মাগফেরাত কামনা করেন। সভাশেষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধান অতিথি কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ইয়াকুব আলি রতন, হারুনুর রশীদ ও তৌফিকুল ইসলাস সোহাগ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন