নতুন বছরের প্রথম দিনে গোপালগঞ্জ জেলা পরিষদে দুদকের অভিযান
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
নতুন বছরের প্রথম দিন সকালেই গোপালগঞ্জ জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
জেলা দুর্নীতিদমন কমিশনের উপ-পরিচালক মোঃ মশিউর রহমানের নেতৃত্বে দুর্নীতিদমন কমিশনের একটি দল জেলা পরিষদে এই অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি থেকে আড়কান্দি গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এইচবিবি(ইট বিছানো)রাস্তা ও ৩টি খালের উপর তিনটি ব্রিজ নির্মান কাজ সম্পন্ন না করে জেলা পরিষদের কর্মকর্তা ও ঠিকাদার বিলের সমুদয় অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে বলে অভিযোগ রয়েছে।
ঠিকাদার তিনটি ব্রিজ নির্মান করলেও সংযোগ সড়ক নির্মান না করায় বিগত ৯ বছর ধরে জনগণকে ভোগান্তি পোহাতে হয়। সংযোগ সড়ক না থাকায় ব্রিজ দিয়ে পারাপারের সময় পা হারিয়েছেন মুরাদ তালুকদার নামের এক দিনমজুর।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন