নকলায় জনসচেনতা বৃদ্ধিতে ভ্যানের মাধ্যমে চলচিত্র প্রদর্শন
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্য বিরোধ বিষয়ক জনসচেতনতা মূলক ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে শেরপুর জোনের পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভ্রাম্যমান চলচিত্র ইউনিটের ব্যস্থাপনায় ও পরিচালনায় নিয়মিত রুটিনের অংশ হিসেবে ঘন্টাব্যাপি জনসচেতনতা মূলক চলচিত্র প্রদর্শন করা হয়।
এসময় বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, শেরপুর জোনের পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভ্রাম্যমান চলচিত্র ইউনিটের প্রজেকসনিস্ট গোলাম কিবরিয়া, মাদ্রাসার সহসুপার মাওলানা ফজলুল করিম, সহকারী শিক্ষক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন ও হযরত আলী, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, মোস্তাফিজুর রহমান খান, তাহেরা সুলতানা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আজিজ, মাদ্রাসার কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়া, ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শনীর চালক এমদাদুল হকসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রজেকসনিস্ট গোলাম কিবরিয়া জানান, পরিবার পরিকল্পনা বিভাগের শেরপুরের উপপরিচালক রায়হানুল ইসলাম-এঁর নির্দেশনায় ও পরামর্শক্রমে জেলাব্যাপি এই কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বানেশ্বরদী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আওতায় বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্য বিরোধ বিষয়ক ঘন্টাব্যাপি জনসচেতনতা মূলক ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শন করা হয়।