ডার্ক মোড
Saturday, 27 July 2024
ePaper   
Logo
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চিতলমারীতে নতুন তিন মুখ

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চিতলমারীতে নতুন তিন মুখ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

দ্বিতীয় ধাপে বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনটি নতুন মুখ বিজয়ী হয়েছেন। দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এই নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: আসমত হোসেন বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।

চিতলমারী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মো: আবু জাফার আলমগীর সিদ্দিকি দোয়াত কলম প্রতীকে ৩৬ হাজার এক শ' ১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অশোক কুমার বড়াল মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮ শত ৫৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে কাজী আজমীর আলী উড়োজাহাজ প্রতীকে ৩৩ হাজার ৪শত ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান তালা প্রতীকে ২৭ হাজার ৬শত ১৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রায়ত: চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মলি­ক সিরাজুল হকের কন্যা সুলতানা মলি­ক কলস প্রতীকে ৩৫ হাজার ৬শত ২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী চারুবালা হীরা হাস প্রতীকে ১৬ হাজার ৯শত ৭৭ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মো: আসমত হোসেন জানান, চিতলমারীতে চেয়ারম্যান পদে ভোটের হার ৫৩.৮৮%, ভাইস চেয়ারম্যান পদে ভোটের হার ৫৩.৯৮% এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের হার ৫৩.৫৮%।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন