ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
দোহার পৌরসভায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরদের সাথে মতবিনিময় সভা

দোহার পৌরসভায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরদের সাথে মতবিনিময় সভা

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় পৌর নির্বাহী কর্মকর্তা মোছা.নাসরিন জাহান ও পৌরসভার কর্মকর্তাগনের সাথে মতবিনিময় করেছে দোহার উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১২ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা চালিয়ে যাবে। তারা আরো বলেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা সকল সম্প্রদায়ের বসবাসরত মানুষের জানমাল রক্ষার্থে সর্বদা প্রস্তুত রয়েছি। যেখানেই হামলা ও ধ্বংসের সংবাদ পাচ্ছি সেখানেই আমাদের টিমের সদস্যরা সাধ্যমত সার্বিক সহযোগিতা করছি।

বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক মো. রাসেল বলেন, পৌর মেয়র আলমাছ উদ্দিনসহ যে সকল জনপ্রতিনিধিরা গত কয়েকদিন আগে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে আমরা তাদেরকেই এই পৌরসভা থেকে অবাঞ্চিত ঘোষণা করছি।পাশাপাশি উপজেলা প্রেস বলে পরিচয় দিয়ে যারা এ ন্যাক্কারজনক কাজে সহযোগিতা করেছে সেই সকল সাংবাদিকদেরও আমরা অবাঞ্চিত ঘোষনা করছি। কারন তারা যে দলেরই হোক না কেন? কোন জনপ্রতিনিধি এধরণের কাজ করতে পারে না বলে, আমরা তাদেরকে আজকে অবাঞ্চিত ঘোষণা করলাম।

এ সময়ে শিক্ষার্থীরা পৌরসভা এরিয়ার মধ্যে জয়পাড়া বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের দায়িত্ব, ময়লা নিষ্কাশনসহ বিভিন্ন ধরনের পরিছন্ন কাজ করে যাচ্ছেন বলে একটি দাবি তুলে ধরেন।

বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে দোহার পৌরসভার নির্বাহী কর্মকর্তা নাসরিন জাহান বলেন, আমিও একজন শিক্ষার্থী ছিলাম। আজ আমি পৌর নির্বাহী কর্মকর্তার দায়িত্বে না থাকলে আমিও শিক্ষার্থীদের কাতারে থাকতাম। আগামীতে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পরিকল্পনা করে পৌরসভার উন্নয়ন কর্মকান্ড তৈরী করা ও সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তার বিষয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময়ে উপস্থিতি ছিলেন,দোহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক এ আর শিপন, আদনান মাসুদ, রাসেল মাহমুদ, এমদাদুল ইসলাম, সোহেল বেপারী,রনি দেওয়ান,সোলাইমান ফাহিম প্রমুখ।
দোহার,ঢাকা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন