দোহারে সাবেক শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষের পদত্যাগ পত্র
দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান মালিকান্দা-মেঘুলা স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অজয় রায়।
রোববার বেলা সাড়ে ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসকক্ষে সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অজয় রায়কে বাধ্য করলেন পদত্যাগ পত্রে স্বাক্ষর দিতে।এমন অভিযোগই জানালেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ অজয় রায় ও কয়েক শিক্ষক।
সুত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই প্রতিষ্ঠানটির মাধ্যমিক শাখার সিনিয়র সহকারী শিক্ষক মো.হারুন অর রশিদের নামে মেয়ে শিক্ষার্থীরা শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করেন।অপরদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের নামে পুরাতন ভবন নিলাম ও প্রাচীন গাছ কর্তনের দূর্নীতির অভিযোগ এনে অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষকের মধ্যে দ্ব›েদ্বর জের ধরে একাধিক অভিযোগ জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট।পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের মর্যাদা ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে একাধিক অভিযোগের তদন্ত চলাকালীন সময়ে রোববার সকাল ১১ টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে সড়ক অবরোধ করে একটি মানববন্ধন করেন শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা। পরে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষের অফিসকক্ষ ঘেড়াও করে অবরুদ্ধ করে রাখেন। প্রায় দেড় ঘন্টা অফিসকক্ষে অবরুদ্ধ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ অজয় রায়কে জোড় করে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নেন সাবেক শিক্ষার্থীরা।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার সকাল ১১টায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বাইরে জড়ো হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে উপজেলা ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতরা এসে প্রতিষ্ঠানের অধ্যক্ষের অফিসঘর অবরুদ্ধ করেন। এ সময়ে সাবেক শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য কয়েক শিক্ষকরা ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মাঠে জড়ো হতে থাকে।এক পর্যায়ে অধ্যক্ষের অফিসকক্ষ অবরুদ্ধ করে পদত্যাগের দাবি জানায়।
খবর পেয়ে প্রায় দেড় ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হন দোহার উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান। এ সময়ে সাবেক ছাত্ররা অধ্যক্ষের পদত্যাগ পত্র জমা দেন দোহার উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খাঁেনর নিকট।
এ বিষয়ে উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান বলেন, প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে তদন্ত চলছে বিষয়টি শিক্ষার্থীদের বারবার বলার পরও তারা অধ্যক্ষের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং উর্ধত্বন কতৃপক্ষের নির্দেশক্রমে বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য দোহার উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান মালিকান্দা-মেঘুলা স্কুল এন্ড কলেজটিতে পড়াশুনার মান ও বিভিন্ন ঘটনা নিয়ে নানা সমালোচনায় মুখর ছিলো অভিভাবকদের মধ্যে। এ নিয়ে বিভিন্ন সময়ে নানা অভিযোগপত্র জমা দেন উপজেলা প্রশাসনের নিকট। পাশাপাশি প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানটির অনেক স্থায়ী সম্পদ নামে-বেনামে শিক্ষাপ্রতিষ্ঠানের প্যাডে অধ্যক্ষ অজয় রায় লিজ দেন। সুশীল সমাজের দাবী দীর্ঘদিন যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিত্যাক্ত জমি উদ্ধার করে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠিত করা হউক।