ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
দোহারে বিশ্ব পরিবেশ দিবস পালিত অনুষ্ঠিত

দোহারে বিশ্ব পরিবেশ দিবস পালিত অনুষ্ঠিত

দোহার (ঢাকা) প্রতিনিধি

সারাদেশের জেলা,উপজেলা ও মহানগরীর একশ’টির শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দোহারে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়।

বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার জয়পাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের হয়।র‌্যালিটি উপজেলার স্বাধীনতা স্তম্ভ প্রদক্ষিন শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

পরে মাঠ প্রাঙ্গনে পরিবেশ দিবস নিয়ে আলোচনায় অংশ নেন আগত অতিথিবৃন্দরা। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেনের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিলো- ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন। এ সময়ে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দরা। দিবস উপলক্ষে উপজেলার শিশু শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন সোহাগ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন-সম্পাদক ডা. জালাল আহম্মেদ, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম খালেক, দোহার অর্গানিক এগ্রো’র পরিচালক রাজিব শরীফ প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন