দোহারে পলিথিন বন্ধে অভিযান ও জরিমানা
দোহার(ঢাকা)প্রতিনিধি
দেশে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপনণ ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে ঢাকার দোহারের জয়পাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
রোববার (৩ নভেম্বর) বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মামুন খান এ অভিযান পরিচালনা করেন।
এসময় পলিথিন বিক্রি ও মজুদ করার অপরাধে আনন্দ দাস নামে এক ব্যবসায়িকে ৬ হাজার, মো: মুকসেদকে ৬ হাজার, দশরত কুন্ডুকে ২ হাজার ও মো: আলমগীর হোসেন নামে এক ব্যাবসায়ীকে ১০ হাজারসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া এই চারটি দোকান থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অভিযান ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশের একটি বিশেষ দল ও সাংবাদিকবৃন্দরা।