ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
দোহারের স্বর্ণ ব্যবসায়ীর ১ কেজি স্বর্ণ ছিনতাই

দোহারের স্বর্ণ ব্যবসায়ীর ১ কেজি স্বর্ণ ছিনতাই

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলার সুমন হাওলদার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ১ কেজি পরিমানের স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যবসায়ী সুমন হাওলদার জয়পাড়া ওয়ান ব্যাংক সংলগ্ন জেলে পাড়ার বৈদ্যনাথ হালদারের ছেলে। এ ঘটনায় ব্যবসায়ী সুমনের আর্তচিৎকারে স্থানীয়রা চার ছিনতাইকারীকে একটি মাইক্রোবাসসহ আটক করে গনধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার রাধানগর ইউনিয়নের নগরকান্দা গ্রামের মালেক শেখের ছেলে মিরাজুল শেখ (২৮) একই গ্রামের সোলেমান মৃধার ছেলে মো. স¤্রাট (২৮), পাবনা জেলার আটঘড়িয়া উপজেলার পাটেশ্বর গ্রামের ফরমান প্রামানিকের ছেলে আমিজুদ্দিন (৫০) ও সাভারের আশুলিয়ার এলাকার খেজুরটেক গ্রামের আব্দুর রহিম বক্সের ছেলে গাড়ির চালক মো.জনি(৫২) । এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস যাহার রেজি:নং- ঢাকা মেট্রে-চ- ১৯৯৪৯৭ গাড়িটি আটক করেছে পুলিশ।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সুমন হাওলদার জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ি জয়পাড়া জেলেপাড়া এলাকা থেকে সিএনজিযোগে ১ কেজি স্বর্ণসহ মানিকঞ্জের উদ্দেশে রওনা তারা। বেলা সাড়ে ৮টার দিকে সিএনজিটি নবাবগঞ্জ উপজেলা ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিমান্তবর্তী আমতলা এলাকায় পৌছেলে র‌্যাব পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র সুমনকে সিএনজি থেকে তুলে নিয়ে হাইস নামক মাইক্রোবাসে উঠান।

এসময়ে সুমনের হাত ও পা বেধে মানিকগঞ্জে উদ্দেশে রওনা হয়। গাড়িটি সিংগাইর উপজেলার জামসা বাজার দিয়ে নিয়ে যাওয়ার সময় যানজটের কবলে পড়লে ব্যবসায়ী সুমন জোরে আর্ত চিৎকার দিলে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন ইজি বাইকে থাকা যাত্রীরা এগিয়ে আসেন। এ সময়ে ছিনতাইকারীগন নিজেদেরকে র‌্যব পরিচয় দেন। কিন্তু র‌্যাবের পরিচয়পত্র দেখাতে না পাড়ায় বাজারের দোকানদার ও বিভিন্ন পরিবহনের যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে ৪ ছিনতাইকারীকে গগধোলাই দিয়ে সিংগাইর থানার পুলিশের হতে তুলে দেন। এসময়ে সুযোগ বুঝে ১ কেজি স্বর্ণসহ প্রতারক চক্রের আরো কয়েকজন সদস্য ওই স্থান থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি ভূক্তভোগী সুমন গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সুমনের ভাই বাসু হাওলদার জানায়, দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার এলাকায় নির্জলা অলংকার নামে একটি স্বর্ণের দোকান রয়েছে তাদের। তার ভাই সুমন দোহার থেকে একটি সিএনজি যোগে নবাবগঞ্জের নয়শ্রী এলাকা দিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দিকে যাচ্ছিলো। এসময় হঠাৎ আমতলা এলাকায় একটি সাদা হাইস গাড়ি র‌্যাব পরিচয় দিয়ে আমার ভাই সুমনের সিএনজির গতিরোধ করে সুমনকে ১ কেজি স্বর্ণসহ তুলে নিয়ে যায়।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ঘারুন অর রশিদ জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন।বিস্তারিত তিনি জানেন না। বাসু হাওলদার নামে একজন মোবাইল ফোনে ঘটনাটি জানিয়েছেন।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইকৃত স্বর্ণ পাওয়া যায় নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন