ডার্ক মোড
Tuesday, 14 May 2024
ePaper   
Logo
দোহারের পদ্মার চরের মাছখেকো মোহনকে ৬০ দিনের কারাদন্ড

দোহারের পদ্মার চরের মাছখেকো মোহনকে ৬০ দিনের কারাদন্ড

দোহার (ঢাকা) প্রতিনিধি

ইলিশের প্রজনন নিশ্চিতে প্রধান প্রজনন মৌসুৃমে নিষেধাজ্ঞা অমান্য করে দোহারের পদ্মা নদীতে ইলিশ শিকারের অন্যতম নেতা মোহন (৪৬) মিয়াকে আটকের পর ৬০ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত মোহন মিয়া উপজেলার মধুরচর গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মেঘুলা পদ্মার পাড় থেকে মোহনকে হাতেনাতে আটক করে পুলিশ। আজ বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন খানের আদালত অভিযুক্ত মোহন মিয়াকে ৬০ দিনের কারাদÐ প্রদান করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে ইলিশের প্রধান প্রজনন মৌসুৃমে দোহারের পদ্মা নদীতে ইলিশ আহরন ও মজুদকরন এবং অর্ধশতাধিক ফড়িয়া জেলেদের নিয়ে রাতে নদীতে ইলিশ শিকার করে এই মোহন।

এছাড়াও তিনি এই নিষেধাজ্ঞা চলাকালিন সময়ে জেলেদের নদীতে মাছ শিকারে প্রলুব্ধ করতে নিজেকে নেতা হিসেবে জাহির করেন। তিনি জেলেদের কাছ থেকে প্রসাশনের নাম ভাঙ্গিয়ে রীতিমত চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.মামুন খান জানান অভিযোগ প্রমানিত হওয়ায় মোহন মিয়াকে ৬০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন