ডার্ক মোড
Saturday, 05 October 2024
ePaper   
Logo
দেশ ছেড়েছেন আখাউড়ার ছাত্রলীগ সভাপতি

দেশ ছেড়েছেন আখাউড়ার ছাত্রলীগ সভাপতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহবুদ্দিন বেগ শাপলু দেশ ছেড়েছেন। তিনি বর্তমানে কাতারে অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। গত তিনদিন আগে কাতার পৌছান।

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে বাঁধা দিয়ে উত্তেজনার সৃষ্টি করেছিলেন শাহবুদ্দিন বেগ। “হুয়াট ইজ এক দফা” বলে এক শিক্ষার্থীর কাছ থেকে ব্যানার নিয়ে ছিঁড়ে ফেলার একটি ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনার পরদিন আবার দলবল নিয়ে বাঁধা দিতে গিয়ে ধাওয়া খান শাহবুদ্দিন বেগ। ৫ আগস্ট তার রাধানগর কলেজপাড়ার বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।

শাহবুদ্দিন বেগ শাপলু আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজলের ভাতিজি জামাই। চাচা শ্বশুরের সুবাদে তিনি আখাউড়ায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক সংগঠনেও তার প্রভাব ছিলো। এছাড়া টেন্ডারবাজি, অবৈধভাবে বালু উত্তোলন, জায়গা দখল, স্থলবন্দরে প্রভাব দেখানোসহ নানা ধরণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

এদিকে গত মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক হাতে পাসপোর্ট নিয়ে আরেক হাতে ব্যাগ টেনে স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে যাচ্ছেন শাহবুদ্দিন বেগ। এরপর তিনি হাত উঁচিয়ে বিদায় জানান। ওইদিনই ফেসবুকে শাহবুদ্দিন বেগ লিখেন, ‘আলহামদুলিল্লাহ
সকল প্রশংসা মহান রাব্বুল আলামিন এর।’ ওই পোস্টে অনেকে তার প্রতি শুভকামনা জানিয়ে কমেন্টস করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন