ডার্ক মোড
Thursday, 03 July 2025
ePaper   
Logo
দৃশ্যটা সিনেমার মতো ছিল' হ্যান্ডকাপ নিয়ে পালানো মিরাজ এখন পুলিশের হেফাজতে

দৃশ্যটা সিনেমার মতো ছিল' হ্যান্ডকাপ নিয়ে পালানো মিরাজ এখন পুলিশের হেফাজতে

 

সাব্বির ইবনে ছিদ্দিক, (হাতিয়া)নোয়াখালী 

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি মিরাজ উদ্দিনকে অবশেষে আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় প্রযুক্তি ব্যবহার করে বুধবার সকালে নোয়াখালী জেলা সদরের সোনাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে রোববার (৮ জুন) রাতে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর বাজার এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিরাজ উদ্দিনকে আটক করলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এএসআই অভিজিৎ বড়ুয়া ও পুলিশ সদস্য সুজন কান্তি নাথ আহত হন। পরে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি মিরাজকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় সোমবার সকালে হাতিয়া থানায় এসআই রুবেল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আটক মিরাজ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই পুলিশ অভিযান চালিয়ে তার সাত সহযোগীকে গ্রেফতার করে। তবে মিরাজ হাতিয়ার বাইরে অবস্থান করায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পরে প্রযুক্তির সহায়তায় বুধবার তাকে আটক করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “আসামিকে ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা হাতিয়ায় বিরল। ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে সাতজনকে আটক করি। আজ মূল হোতা মিরাজকে আটক করা হয়েছে। তাকে নিয়ে পুলিশের একটি টিম হাতিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।উল্লেখ্য, আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন