দিল্লিতে ‘বাংলাদেশি’ বলে কয়েকজনকে মারধর
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে কয়েকজন বস্তিবাসীকে ‘বাংলাদেশি’ উল্লেখ করে মারধর করা হয়েছে। তবে তারা আদৌ বাংলাদেশি কিনা সেটি নিশ্চিত নয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ওইসব মানুষকে বাংলাদেশি বাংলাদেশি বলা হচ্ছে এবং তাদের ওই স্থান থেকে চলে যেতে তাড়া দেওয়া হচ্ছিল। যারা তাড়া করছিলেন তাদের অনেকের হাতে লাঠি ছিল।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর দিল্লি পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। তবে পুলিশ এখনো জানতে পারেনি দিল্লির কোন জায়গাটিতে এ ঘটনা ঘটেছে।
ভিডিওটিতে একজনকে বলতে শোনা যাচ্ছে, “আমাদের হিন্দু বোন ও মেয়েরা বাংলাদেশে ধর্ষণের শিকার হচ্ছে।” যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু নারীদের যৌন হয়রানি বা ধর্ষণের শিকার হওয়ার কোনো তথ্যই শোনা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র ও জনতার রোষের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে দেশটির সংবাদমাধ্যম সংখ্যালঘুদের উপর হামলা ও বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করে আসছে। যেগুলোর কারণে ভারতের সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়ে থাকতে পারে বাংলাদেশে হিন্দুরা ব্যাপক হারে নির্যাতনের শিকার হচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া.কম জানিয়েছে, ভিডিওতে এমন এক ব্যক্তিকে দেখা গেছে যিনি ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে চড় মেরেছিলেন। এই ব্যক্তি উগ্রবাদী হিসেবে পরিচিত।