ডার্ক মোড
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
দাঙ্গা ও মাদক মুক্ত করে নড়াগাতী বাসীকে এক মডেল থানা উপহার দিতে চাই: ওসি মোঃ শরিফুল ইসলাম

দাঙ্গা ও মাদক মুক্ত করে নড়াগাতী বাসীকে এক মডেল থানা উপহার দিতে চাই: ওসি মোঃ শরিফুল ইসলাম

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি- মোঃ শরিফুল ইসলামের যোগদানের পর থেকেই, তার চৌকস নেতৃত্বে সংগীয়ফোর্সদের সহযোগিতায় অপরাধ মূলক বিভিন্ন কার্যকলাপ অনেকাংশেই কমিয়ে আনেন।

প্রথমত তিনি তার অফিস কক্ষে সাধারণের ঢুকতে কোনো প্রকারের অনুমতি নিয়ে ঢুকতে হয়নি। তিনি বলেন পুলিশই জনতা ও জনতাই যদি পুলিশ হয়,তাহলে জনতা আর পুলিশের মধ্যে দূরত্ব থাকবে কেন? তিনি আরও বলেন আমি নড়াগাতী পুলিশি সেবার এক অনন্য নজির রাখতে চাই।

ওসি-মোঃ শরিফুল ইসলাম যোগদানের পর থেকে তিনি তার সংগীয় ফোর্সদের নিয়ে বিভিন্ন অপরাধ মূলক কার্যকলাপ বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে নড়াগাতী যেটা নিত্যনৈমিত্য ব্যপার ছিল- কথায় কথায় বিভিন্ন গ্রামে ঝগড়া ও দাঙ্গাহাঙ্গামায় লিপ্ত হতো তা অধিকাংশেই কমিয়ে আনেন। তার হাস্যজ্জল আচরণ দ্বারা সাধারণ মানুষের মন জয় করে নেন।

তিনি সাধারণ মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শুনেন এবং তা সমাধান করার চেষ্টা করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে- আমি চাই আমার থানায় যেন অযথা কোনো মামলা না হয় সে ব্যপারে আমি আপ্রাণ চেষ্টা করে থাকি।এবং সমস্যা সমাধানের চেষ্টা করি। তিনি আরও বলেন, যে আমি নড়াগাতী মাদকের বিরুদ্ধ প্রয়োজনে যুদ্ধ করবো।

তার এ মহতী উদ্যোগে নড়াগাতী থানা বাসী সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি কোনো অপরাধ সংঘটিত কথা শুনলে নিজেই ফৌজ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এবং দাগী আসামি ধরতে ও বিভিন্ন রোডে চুরি, ডাকাতি বন্ধ করার জন্য সাড়াশি অভিযান পরিচালনা করছেন।

তিনি নড়াগাতী থানা অফিসার ইনসার্জ -ওসি- হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে সকল প্রকারের অপরাধ অনেকাংশেই কমে আসছে। ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন- আমি দাঙ্গা ও মাদক মুক্ত করে নড়াগাতী বাসীকে এক মডেল থানা হিসাবে উপহার দিতে চাই।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন