ডার্ক মোড
Monday, 12 May 2025
ePaper   
Logo
তফসিল ঘোষণার পর চাঁদপুরে যানবাহন ভাঙচুর

তফসিল ঘোষণার পর চাঁদপুরে যানবাহন ভাঙচুর

সাগর চৌধুরী, চাঁদপুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই চাঁদপুরে অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

১৫ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট ও পল্লী বিদ্যুৎ এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন।

যানবাহন ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি দল ও বিজিবি মোতায়েন করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা জানতে পারি, তফসিল ঘোষণার পরপরই চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ঘোষেরহাট ও পল্লী বিদ্যুৎ এলাকায় দুষ্কৃতকারীরা চোরাগোপ্তা হামলা চালায়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। আমরা তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এখনো সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন