ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
ঢাবি শহীদুল্লাহ হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা

ঢাবি শহীদুল্লাহ হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ (১ নভেম্বর ২০২৪) শুক্রবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শহীদুল্লাহ হল ইউনিট বাঁধন-এর সভাপতি আলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, হল ইউনিট বাঁধন-এর উপদেষ্টা মো. মোস্তাভি ইনান ঈষিক এবং মো. সিফাত-ই-আরমান ভূঁইয়া বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান ডা. কাশফিয়া ইসলাম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের সমাজে আর্তমানবতার সেবায় যেসব সংগঠন কাজ করে যাচ্ছে ‘বাঁধন’ তাদের অন্যতম। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সহযোগিতা করবে।

অনুষ্ঠানে হল ইউনিট বাঁধন-এর সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং শ্রেষ্ঠ বাঁধন কর্মীদের পুরস্কৃত করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন