ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোয়ামা তাকাশি’র নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল (১১ জুন ২০২৪) মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় অন্যান্যের মধ্যে ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন।

জাপানের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-- নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এক্সচেঞ্জ সাপোর্ট ডিভিশনের পরিচালক মি. তাকেশি সুয়েতসুগু এবং জাইকার আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়কারী মিজ. হরি মিযুকি।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ, জনস্বাস্থ্য, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নসহ অন্যান্য বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করেন।

এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বল্প-মেয়াদে শিক্ষক, ছাত্র ও গবেষক বিনিময় নিয়েও তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে জাপানের প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত অনেক সমঝোতা স্মারক রয়েছে। উপাচার্য জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের সাথেও ছাত্র-শিক্ষক ও গবেষক বিনিময়সহ বিভিন্ন যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে শিক্ষা, গবেষণাসহ ছাত্র-শিক্ষক ও গবেষক বিনিময়ের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশের জন্য জাপানি অধ্যাপক তোয়ামা তাকাশিকে আন্তরিক ধন্যবাদ জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন