ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
চট্টগ্রাম মেডিকেল কলেজ সনাতনী ধর্মাবলম্বীদের বাণী অর্চনা উদযাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ সনাতনী ধর্মাবলম্বীদের বাণী অর্চনা উদযাপন

চট্টগ্রাম ব্যুরো

সনাতনী ধর্মাবলম্বীদের জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা ও প্রজ্ঞার দেবী হলেন সরস্বতী। তাই বসন্ত পঞ্চমীতে সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক সমারোহের মাধ্যমে মায়ের আরাধনা করে।

তারই সূত্র ধরে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গনে ঢাক-ঢোল কাসর উলু ধ্বনির মধ্যে দিয়ে উদযাপিত হলো বাগদেবীর উপাসনা। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষকগন বিপুল উৎসাহে অংশগ্রহন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসীম উদ্দিন, উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ আবদুর রব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ তসলিম উদ্দিন, উপ-পরিচালক ডা. মোঃ ইলিয়াস চৌধুরী, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. সারোয়ার আলম।

বাণী অর্চনার সার্বিক তত্ত¡বধায়ন করেন অধ্যাপক ডা. অজয় দেব, অধ্যাপক ডা. সরোজ কান্তি চৌধুরী, অধ্যাপক ডা. সুভাষ মজুমদার। সকালে পূজা, পুষ্পাঞ্জলী, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী ও গরীব শিক্ষার্থীদের বিদ্যা সামগ্রী বিতরন এবং সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী সৌরভ দে, তৃষা দে প্রিয়া, প্রাচুর্য্য বিশ্বাস, বাপ্পা দে, আবীর বিশ্বাস, নীলয় ঘোষ, অমিয় সৌরভ কুন্ড প্রমুখ শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন