ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
ঢাবি’র কারস্-এ পরিচালক নিয়োগে সার্চ কমিটি গঠন

ঢাবি’র কারস্-এ পরিচালক নিয়োগে সার্চ কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্)-এ বিশেষায়িত উপায়ে ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালক নিয়োগের লক্ষ্যে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদকে আহবায়ক করে ৩-সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যগণ হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জিন্নাতুন নেসা তাহমিদা বেগম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আদনান কিবার। এই সার্চ কমিটি জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কারস্-এর পরিচালক নিয়োগের জন্য একজনের নাম সুপারিশ করবে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটির মাধ্যমে উচ্চতর গবেষণা কেন্দ্রসমূহে বিশেষায়িত উপায়ে ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগের জন্য ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৩জন স্বনামধন্য অধ্যাপকের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের গবেষণা কার্যক্রমের উৎকর্ষ সাধন, গবেষণার প্রতি শিক্ষকদের আগ্রহী করে তোলা এবং এব্যাপারে উৎসাহ প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে সার্চ কমিটি গঠনের মাধ্যমে অন্যান্য গবেষণা কেন্দ্রেও পরিচালক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন