ঢাবিতে রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়া বিষয়ক পাবলিক লেকচার অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এর উদ্যোগে ‘গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশ: রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়া’ শীর্ষক পাবলিক লেকচার শনিবার (০৭ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
ডিইউডিএস-এর সভাপতি অর্পিতা গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা। বিষয়বস্তুর উপর আলোচনা করেন দ্য ডেইলি স্টার পত্রিকার বাংলা বিভাগের সম্পাদক গোলাম মোর্তজা, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ক গবেষক আলতাফ পারভেজ ও ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক আদনান মুস্তারি।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, যেকোন ধরনের সংস্কারের জন্য সদিচ্ছা ও সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে। সঠিক কর্মপরিকল্পনার অভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও গুণগত মান নিশ্চিত করে কর্মসংস্থান ও শ্রমবাজারের জন্য শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মুক্তবুদ্ধি চর্চা, বিতর্ক চর্চা, আলোচনা ও গঠনমূলক সমালোচনা যাতে অব্যাহত রাখতে পারে সেই আলোকে শিক্ষাক্রমে পরিবর্তন আনতে হবে।